ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

কাশিয়ানীতে মাইক্রোবাসচাপায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, ফেব্রুয়ারি ২৮, ২০২০
কাশিয়ানীতে মাইক্রোবাসচাপায় এক ব্যক্তি নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসচাপায় ইদ্রিস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চরচাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি একই এলাকার মৃত ইমতাজ মোল্লা ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট রেজাউল করিম জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি মাইক্রোবাস ইদ্রিস মোল্লাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।