ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, ফেব্রুয়ারি ২৫, ২০২০
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্জিনা বেগম (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের পশুরামেরকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মর্জিনা ওই গ্রামের মজিবর রহমান ওরফে কান্দু শেখের মেয়ে।

বলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ঘরের ভেতর কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর হন মর্জিনা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।