ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৭, ফেব্রুয়ারি ২৫, ২০২০
না’গঞ্জে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচজন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশার ইমনের (২৮) মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আগুনের ঘটনায় মা নূরজাহান বেগম (৭০), ছেলে কিরণ (৫৫) ও নাতি আবুল বাশার ইমন (২৮) মারা গেছেন।

চিকিৎসাধীন রয়েছেন ওই পরিবারের আরও পাঁচ সদস্য। তবে তারা কেউই আশঙ্কামুক্ত নন।  

নিহত কিরণের ভায়রা মোস্তফা খান আবুল বাশার জানান, সোমবার দুপুরে ইমনের মরদেহ সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় বাসায় নিয়ে আসা হয়। বিকেলে সাহেবপাড়া জামে মসজিদে নামাজে জানাজার পর স্থানীয় কবরস্থানে বাবা কিরণ ও দাদি নূরজাহানের কবরের পাশে তার মরদেহ দাফন করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতো পরিবারটি। গত ১৬ ফেব্রুয়ারি রাতে রান্নার চুলা বন্ধ না করে ওই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েছিলেন। ফলে চুলা থেকে গ্যাস বের হয়ে ঘরের ভেতর জমে থাকে। ১৭ ফেব্রুয়ারি ভোর ৫টায় রান্না ঘরে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের আটজন দগ্ধ হন। দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার কুমড়াদি গ্রামে। সাইনবোর্ডে ‘নরসিংদী গার্মেন্টস’ নামে একটি গেঞ্জির কারখানা আছে তাদের।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।