ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, ফেব্রুয়ারি ২১, ২০২০
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় শিমুল (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ সড়কের আরএফএল শো রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিশু শিমুল সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকার পাড়া এলাকার এমাদুল ইসলামের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি কাটিয়া সরকার পাড়া এলাকার সরকারি কলেজ রোডের আরএফএল শোরুম সংলগ্ন রাস্তা পার হয়ে তার মায়ের কাছে যাওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।