ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে ফুল হতে জনতার ঢল শহীদ মিনারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, ফেব্রুয়ারি ২১, ২০২০
সিলেটে ফুল হতে জনতার ঢল শহীদ মিনারে সিলেটে ফুল হতে জনতার ঢল শহীদ মিনারে। ছবি: বাংলানিউজ

সিলেট: ‘মুখের বুলি যারা দিয়েছিলো এনে, উৎসর্গ করেছিল প্রাণ। সেই শহীদদের আজো ভুলেনি বাংলাদেশ, ভুলবে না কোনো দিন’।

সালাম, বরকত রফিক, জব্বার, শফিউরসহ ভাষার জন্য জীবন উৎসর্গকারী সেই ভাষাশহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে সিলেটের মানুষ।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সূর্যদয়ের পর সকাল ৬টায় খালি পায়ে প্রভাতফেরীতে অংশ নেন লাখো জনতা।

 
 
এরপর ফুল হাতে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসে আওয়ামী লীগ, বিএনপি ও সহযোগী সংগঠন ছাড়াও সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

এর আগে শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার পুষ্পঞ্জলী হাতে লাখো জনতার ঢল ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।

.১২টা ১ মিনিট হওয়ার সঙ্গে সঙ্গেই শহীদ মিনার বেদিতে শুরু হয় শ্রদ্ধাঞ্জলী নিবেদন। প্রথমে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে বিভাগীয় ও জেলা পর্যায়ের সিভিল, পুলিশ প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক-সামাজিক প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেছে।

সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহানগর মুক্তিযোদ্ধা কমাণ্ড এবং সিলেট সিটি করপোরেশনের মেয়রের শ্রদ্ধা নিবেদনের পর সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা পরিষদ, সদর উপজেলা, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় লোকে লোকারণ্য হয়ে ওঠে।

.শহীদ মিনারমুখী জনতার স্রোত থাকলেও ছিল শৃঙ্খলা। বরাবরের ন্যায় শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে বেগ পেতে হয়নি। জনতা ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

বিগত কয়েক বছর সিলেটে ভোরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হলেও গত বছর থেকে রাতের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে জেলা প্রশাসন।  

এছাড়া ভোরে খালি পায়ে ও কণ্ঠে একুশের গান আর হাতে বর্ণমালা এবং ফুল নিয়ে প্রভাতফেরীতে অংশ নেন নাট্য সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।
 
এদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন অনুষ্ঠান পরিচালনার মুজিব জাহান রেডক্রিসেন্টের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।