ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

ভাষাশহীদদের প্রতি নোয়াখালী জেলা সমিতির শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, ফেব্রুয়ারি ২১, ২০২০
ভাষাশহীদদের প্রতি নোয়াখালী জেলা সমিতির শ্রদ্ধা .

ঢাকা: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতি।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী জেলা সমিতির সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিনের  নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ শামসুল হক, সহ সভাপতি মনজুরুল ইসলাম মনজু, জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব সবুজ, কোষাধ্যক্ষ কে বি এম সহিদ উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা নারগিস আক্তার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব সেতু, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম হেলালসহ নেতারা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০ 
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।