ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

একুশের চেতনা-সুশাসন একই সূত্রে গাঁথা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, ফেব্রুয়ারি ২১, ২০২০
একুশের চেতনা-সুশাসন একই সূত্রে গাঁথা

ঢাকা: একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা আর সুশাসন একই সূত্রে গাঁথা। আমরা সুশাসন, মৌলিক অধিকার চর্চায় অনেক দূর এগিয়েছি। একুশের চেতনাকে ধারণ করে আরও এগুতে হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।

তিনি বলেন, ভাষার সঙ্গে মৌলিক অধিকারের বিষয়ে জোর দিতে হবে।

আমরা মৌলিক অধিকার বিষয়ে অনেক দূর এগিয়েছি। আমাদের আরও অনেক দূর যেতে হবে। আমাদের মনে রাখতে হবে একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা আর সুশাসন ভিন্ন কোনো বিষয় নয়, এগুলো একই সূত্রে গাঁথা।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।