ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

কা‌শিমপুর কারাগারে হাজ‌তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, ফেব্রুয়ারি ২১, ২০২০
কা‌শিমপুর কারাগারে হাজ‌তির মৃত্যু কাশিমপুর কেন্দ্রীয় কারাগার।

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়া‌রি) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত কোরবান আলী (৫২) চট্টগ্রামের সাতকানিয়া থানার বারদোনা এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

কা‌শিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, কারাগারের ভেতরে কোরবান আলী হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তা‌কে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।