ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বাংলা যেন সার্বজনীন ভাষা হয়, নতুন প্রজন্মকে ঢাবি উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, ফেব্রুয়ারি ২১, ২০২০
বাংলা যেন সার্বজনীন ভাষা হয়, নতুন প্রজন্মকে ঢাবি উপাচার্য কথা বলছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিশ্বের অনেক নৃ-গোষ্ঠী মানুষের ভাষা নিগৃহীত হচ্ছে। আমাদের ভাষা আন্দোলনের মৌলিক দর্শন ছিলো অসাম্প্রদায়িক, সার্বজনীন, সব জাতি সত্ত্বার মানুষকে সুরক্ষা দেওয়া। ভাষা সার্বজনীন হলে যেকোনো দেশের জন্য এসডিজি লক্ষ্য অর্জন সহজ হবে। বাংলা ভাষা যেনো শুধু সাহিত্যে সীমাবদ্ধ না থাকে, এটা সার্বজনীন হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান।

অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান বলেন, আমাদের ভাষার মর্ম তখনই বাস্তবে আসবে যখন বাংলা ভাষা হবে সার্বজনীন।

আমাদের ভাষা যেনো শুধু সাহিত্যে সীমাবদ্ধ না থাকে। এটা যেনো সার্বজনীন ভাষা হয়, বাংলা যেনো বিজ্ঞান ও চিকিৎসার ভাষা হয়। যদি এটা করতে পারি তবেই এ ভাষার মর্ম আসবে।

এ সময় ঢাবির শিক্ষকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
ইএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।