ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

কালহাতীতে বাসচাপায় ২ কলেজছাত্র নিহত, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, ফেব্রুয়ারি ২০, ২০২০
কালহাতীতে বাসচাপায় ২ কলেজছাত্র নিহত, আহত ১

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভূঞাপুর লিংক রোডের তিন নম্বর ব্রিজের কাছে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক ছাত্র।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই উপজেলার এলেঙ্গা রাজাবাড়ী এলাকার জুলহাস মিয়ার ছেলে মো. ইমন মিয়া (১৭) ও একই এলাকার সামাদ মিয়ার ছেলে শাওন মিয়া (১৮)।

 

আহত হলো- একই এলাকার হাশেম মিয়ার ছেলে আসিফ মিয়া (১৯)। হতাহতরা সবাই শামছুল হক কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী।  

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে তিন বন্ধু মোটরসাইকেলে করে ওই মহাসড়ক পার হচ্ছিল। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় শাওন ও আসিফ। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে শাওনের মৃত্যু হয়।  

এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।