ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

টাঙ্গাই‌লে ট্রাকচাপায় দায়িত্বরত পু‌লিশ সদস‌্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, ফেব্রুয়ারি ৪, ২০২০
টাঙ্গাই‌লে ট্রাকচাপায় দায়িত্বরত পু‌লিশ সদস‌্য নিহত

টাঙ্গাইল: টাঙ্গাই‌লে দায়িত্বপালনরত অবস্থায় ট্রাকচাপায়  সাইদুল ইসলাম নামে এক ট্রা‌ফিক পু‌লি‌শ সদস‌্য নিহত হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়া‌রি) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘ‌টে।
 
টাঙ্গাইল ট্রা‌ফিক পু‌লি‌শের (প্রশাসন) র‌ফিকুল ইসলাম সরকার ব‌লেন, মহাসড়‌কের এ‌লেঙ্গা থেকে রাবনা বাইপাস হ‌য়ে টাঙ্গাইল শহ‌রের দি‌কে যাওয়া এ‌লেঙ্গাগামী একটি বালুবা‌হী ট্রাক‌কে সিগন্যাল দেয়।

কিন্তু চালক পু‌লি‌শের ওই সিগন্যাল‌কে না মে‌নে দা‌য়িতরত্ব পু‌লিশ সদ‌স্যের ওপর গা‌ড়ি তু‌লে দেয়। এ‌তে ঘটনাস্থ‌লে ট্রা‌ফিক পু‌লিশ সদস‌্য সাইদুল মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাক‌টি‌কে আটক কর‌তে পার‌লেও চালক ও হেলপার পা‌লিয়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।