ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪২, ফেব্রুয়ারি ৩, ২০২০
বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর বটতলায় মোটরসাইকেলের ধাক্কায় পদ্মরাণী গোলদার (৬৯) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ইউনিয়নের জয়নগর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পদ্মরাণী গোলদার উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বর্দী গ্রামের শম্ভু গোলদারের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, সাতৈরে তার নাতনির বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় বাসে করে তিনি জয়নগর এসে নামেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বোয়ালামরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, স্বাস্থ্য কেন্দ্র থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।