ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

সাপাহার সীমান্তে এক বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, ফেব্রুয়ারি ৩, ২০২০
সাপাহার সীমান্তে এক বাংলাদেশি আটক

নওগাঁ: নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে শহিদুল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় থানা পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শহিদুল্লাহ সাপাহার উপজেলার বাসিন্দা।

নওগাঁ ১৬ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে জানান, রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সুন্দরইল বিজিবি ক্যাম্প এলাকার সোনাডাঙ্গা মাঠের ২৪৮ এর ৪ এস পিলার এলাকা দিয়ে ভারত অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে শহিদুল্লাহকে আটক করে বিজিবি। এ ঘটনায় তার নামে অনুপ্রবেশের অপরাধে থানায় একটি মামলা দায়ের করে বিজিবি।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।