ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে হালকা বৃষ্টি, শীতে বিপর্যস্ত জনজীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, জানুয়ারি ২৯, ২০২০
বরিশালে হালকা বৃষ্টি, শীতে বিপর্যস্ত জনজীবন বরিশালে শীতে বিপর্যস্ত জনজীবন।

বরিশাল: মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশালসহ দক্ষিণাঞ্চলে আজ সকালে থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসীর জীবন।

কোথাও কোথাও থেমে থেমে হালকা বৃষ্টিও হয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় চার কিলোমিটার বেগে বইছে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম মিয়া।

তিনি জানান, আরো দুয়েকদিন বৈরী আবহাওয়া বিরাজ করলেও আগামী শুক্রবার নাগাদ আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

চলতি মাসে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।