ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

শ্রীপুরে গণধর্ষণ মামলার চার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, জানুয়ারি ২৫, ২০২০
শ্রীপুরে গণধর্ষণ মামলার চার আসামি গ্রেফতার গ্রেফতার চার ধর্ষক।

ঢাকা: গাজীপুরের শ্রীপুরে এক কিশোরীকে (১৫) গণধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

গ্রেফতাররা হলেন- শরীফ হোসেন (১৮), ইমরান হাসান সুজন (১৯), শরিফ উদ্দিন মোল্লা (২০) ও আহসান ওরফে হাসান (১৬)।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১’র লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৫ জানুয়ারি শ্রীপুরে জন্মদিনের কথা বলে এক কিশোরীকে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করে। কৌশলে এনার্জি ড্রিংকসে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ওই কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে গণধর্ষণ করা হয়।

এ ঘটনায় পরদিন ১৬ জানুয়ারি ভিকটিমের মা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা (নং-৪২) দায়ের করেন। এরপর থেকেই ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে গাজীপুরের রাজবাড়ী এলাকা থেকে প্রধান পলাতক আসামি শরীফ হোসেনকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ থেকে পলাতক বাকি তিন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।