রাজধানীর মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অবৈধ পার্কিং এবং রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (১৩ জুলাই) ডিএমপির লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র্যাব, কোতোয়ালি ও বংশাল থানা পুলিশের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।
সোমবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিটফোর্ড রোডে অবৈধভাবে ঠেলাগাড়ি স্ট্যান্ড বানিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এক ঠেলাগাড়ি সিন্ডিকেট সর্দারকে সড়ক পরিবহন আইনের ৯২ ধারায় সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া, বাবুবাজার ব্রিজ এলাকায় বাহাদুর শাহ পরিবহনের এক চালককে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইনের ৬৬ ধারায় এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এতে আরো বলা হয়, অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই ট্রাক চালককে ছয় হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তারা অর্থদণ্ড পরিশোধ করে মুক্তি পান। এ ছাড়া, পজ মেশিনের মাধ্যমে একাধিক মামলা দায়ের করা হয়।
একই সময় রাস্তায় অবৈধ ভ্যান ও রিকশার গ্যারেজ বসিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানানো হয়।
এসসি/আরএইচ