ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

পদবী পরিবর্তনের দাবিতে বাকাসসের কর্মবিরতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, জানুয়ারি ২০, ২০২০
পদবী পরিবর্তনের দাবিতে বাকাসসের কর্মবিরতি

রাজশাহী: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) তাদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে।

সোমবার (২০ জানুয়ারি) রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টা কর্মবিরতি ও সমাবেশ করেন বাকাসস নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দফতর তা বাস্তবায়ন না করে কালক্ষেপণ করছে।

সমাবেশে জানানো হয়, ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মবিরতি সারাদেশে ধারাবাহিকভাবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে পালিত হবে।

সমাবেশে সভাপত্বি করেন সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি আবদুল মান্নান মিজি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।