ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন বাদশা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, জানুয়ারি ২০, ২০২০
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন বাদশা রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

রাজশাহী: রাজশাহীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজশাহী কোর্ট একাডেমি স্কুল চত্বরে আনুষ্ঠানিকভাবে ৩৫০ জন নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কামরু, কোর্ট কলেজের অধ্যক্ষ একে কামরুজ্জামান, সমাজসেবক মাজহারুল ইসলাম, রেসিডেন্সিয়াল কলেজের অধ্যাপক ওলিউল ইসলাম, কোর্ট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ আলী, কোর্ট একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কুলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইরুল ইসলাম প্রমুখ।

রাজশাহী কোর্ট একাডেমির ২০১৮ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন রাজশাহী সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী এবং স্কুলের শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।