ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৭, জানুয়ারি ১৭, ২০২০
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় মামা ভাগিনার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মামা আনোয়ার হোসেন (৪০) ও ও তার ভাগিনা সালাউদ্দিন (২২)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১ দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে পথচারীরা দুইজনকেই মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে, দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১২ দিকে উভয়কে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের স্ত্রী শাহেদা জানান, তাদের দুই সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রীর সাদ্দাম মার্কেট এলাকায় থাকে। তার স্বামী মতিঝিল এলাকায় পানির ব্যবসা করত। তিনি শুনেছেন রাস্তা পারাপারের সময় একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহত তার স্বামী আনোয়ার এর ভাগিনা ছিলেন সালাউদ্দিন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হাসপাতালে থেকে সংবাদ পেয়েছি সাদ্দাম মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে। সম্পর্কে তারা মামা ভাগিনা। বিস্তারিত ঘটনা জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এজেডএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।