ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছেন ইয়াং হি লি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৭, জানুয়ারি ১৫, ২০২০
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছেন ইয়াং হি লি

ঢাকা: রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ ও থাইল্যান্ড সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি। তিনি থাইল্যান্ড থেকে বাংলাদেশ সফরে আসবেন। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেনেভার জাতিসংঘ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

১৫ থেকে ২৩ জানুয়ারি থাইল্যান্ড ও বাংলাদেশ সফর করবেন ইয়াং হি লি।

বাংলাদেশ সফরকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইয়াং হি লি। জাতিসংঘের এ বিশেষ দূত গত বছরের জানুয়ারি মাসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সেসময়ও তিনি থাইল্যান্ড সফর করেন।

বাংলাদেশ সফরের শেষদিন ২৩ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন ইয়াং হি লি।

জাতিসংঘ মহাসচিবের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও মিয়ানমার সরকার কোনো সময়েই তাকে সেদেশে প্রবেশে অনুমতি দেয়নি।

আগামী মার্চ মাসে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গাদের নিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন ইয়াং হি লি। প্রতিবেদন জমা দেওয়ার আগে এটাই হবে তার বাংলাদেশ ও থাইল্যান্ডে শেষ সফর।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।