ঢাকা: কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (৫ জুলাই) দুপুরে র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারেরে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগে গত ৩ জুলাই সকাল ৯টার দিকে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়।
এ তিনজন হলেন- কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)।
এছাড়া পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।
ওই তিনজনের বিরুদ্ধে ৩০টি মামলা ছিল বলে জানা যায়।
তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় উপজেলার বাঙ্গরাবাজার থানায় শুক্রবার (৪ জুলাই) দিনগত রাতে নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করা হয়েছে।
এমএমআই/জেএইচ