ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, ডিসেম্বর ২৩, ২০১৯
ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল: ডাকসু ভিপি নুরুল হক নুরসহ সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’।

একইসঙ্গে ভারতে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) এবং সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে চলমান বিক্ষোভে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানান তারা।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় সংগঠনের বিএম কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

 

‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেক বার, নুরুর উপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’ সহ বিভিন্ন স্লোগানে মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে একই দাবিতে সেখানে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রনি খন্দকার, রেজাউল করিম ও হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জিয়াউল হাসানসহ অন্যরা।

এ সময় বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রনি খন্দকার, রেজাউল করিম এবং হিসাব বিজ্ঞান বিভাগের মো. জিয়াউল হাসান সহ অন্যান্যারা।

বক্তারা ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের কঠোর বিচার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।