ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

এক রাতে ৬ লাখ টাকার মাছ জেলের জালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, ডিসেম্বর ২৩, ২০১৯
এক রাতে ৬ লাখ টাকার মাছ জেলের জালে

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিণগর গ্রামের হতদরিদ্র জেলে মঞ্জু গাজী। সুন্দরবনের বিভিন্ন নদীতে মাছ ধরা তার পেশা। 

বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে সুন্দরবনের নদীতে জাল ফেলেন মঞ্জু। এতেই ধরা পড়ে ১২১টি মূল্যবান ‘মেইদ মাছ’।

এক সঙ্গে মূল্যবান এতোগুলো মাছ ধরা পড়ায় বিস্ময়কর বলছেন অন্য জেলেরা।

মঞ্জু গাজী বাংলানিউজকে বলেন, দুইটি জালের মধ্যে একটিতে ১২১টি মেদ মাছ ধরা পড়ে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় মাছগুলো হরিনগর বাজারে বিক্রি করি। পাইকারি এক ক্রেতা ৫ লাখ ৭০ হাজার টাকায় মাছগুলো কিনেছেন।

তিনি আরও বলেন, অন্য জালেও প্রচুর মেইদ মাছ আটকা পড়ে কিন্তু জালটি আর পাইনি। ধারণা করছি, বেশি মাছ একত্রে বাধার কারণে জালটি টেনে নিয়ে গেছে। এই মাছ খুববেশি পাওয়া যায় না।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বাংলানিউজকে বলেন, সুন্দরবনের চুনকুড়ি নদীতে বর্তমানে মূল্যবান মেইদ মাছ ধরা পড়ছে। প্রতিদিনই জেলেরা ২-৩ লাখ টাকার মাছ এক সঙ্গে বিক্রি করছে। অনেকে আবার মাছ ধরতে গিয়ে খালি হাতেও ফিরছেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।