ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

বিজয় দিবসে অস্ট্রেলিয়া হাইকমিশনের শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, ডিসেম্বর ১৬, ২০১৯
বিজয় দিবসে অস্ট্রেলিয়া হাইকমিশনের শুভেচ্ছা ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নেবলেট ও তার স্বামী ড. পিটার শ্যানন।

ঢাকা: বাংলাদেশের নাগরিকদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নেবলেট ও তার স্বামী ড. পিটার শ্যানন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় তারা এই শুভেচ্ছা জানান।

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তায় তারা বলেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। দীর্ঘদিনের বন্ধুত্ব ও আতিথেয়তার জন্য ধন্যবাদ। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা!

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
টিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।