ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

ফেনীতে তিন মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৩, নভেম্বর ১৮, ২০১৯
ফেনীতে তিন মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী সভা

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ নাজেরিয়া সিনিয়র ফাজিল মাদরাসা, মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় ও মতিগঞ্জ ইউনিয়নের আর এম কে হাট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদকের নানা কুফল সর্ম্পকে আলোচনা করেন ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক অমর কুমার সেন ও উপ-পরির্দশক মো. সায়েম।

এ সময় চর লক্ষ্মীগঞ্জ নাজেরিয়া সিনিয়র ফাজিল মাদরাসার বাংলা বিভাগের অধ্যক্ষ ইকবাল হোসেন, বক্তার মুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর এমরান হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এসএইচডি/এবি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।