ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

স্কুল খোলার সিদ্ধান্ত এখনও হয়নি: মাইলস্টোন কর্তৃপক্ষ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, জুলাই ২৪, ২০২৫
স্কুল খোলার সিদ্ধান্ত এখনও হয়নি: মাইলস্টোন কর্তৃপক্ষ  মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান শুরুর সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি জানান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কমিটির সদস্য ও প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার।

আগামী ২৭ জুলাই সীমিত পরিসরে স্কুল খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমাদের প্রতিষ্ঠানটির মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও অনেক শিক্ষার্থী, অভিভাবক নিখোঁজ। আমরা তাদের তথ্য সংগ্রহের কাজ করছি। এই অবস্থায় প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি।

তবে মাইলস্টোনের অন্যান্য ব্রাঞ্চের পাঠদান কার্যক্রম পরিস্থিতি বিবেচনায় তারা নেবেন বলে জানান তিনি। তিনি বলেন, দিয়াবাড়ি শাখায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এখানকার শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করা আপাতত সম্ভব নয়। যখন আমরা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাকার্যক্রম চালু করতে পারবো, তখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এদিকে এই ঘটনায় হতাহত ও নিখোঁজদের পরিচয় ও প্রকৃত সংখ্যা নির্ণয়ে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে একটি কাউন্সেলিং ডেস্ক ও একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে।

গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।

এসসি/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।