ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শামসুর রহমানের দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, মে ১৯, ২০১৯
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শামসুর রহমানের দাফন

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুরের বাসিন্দা মুক্তিযোদ্ধা হাফেজ শামসুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার (১৯ মে) বাদ জোহর আরাপপুর নিউ একাডেমি মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সেখানে জানাযা শেষে আরাপপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।

হাফেজ শামসুর রহমান শনিবার (১৮ মে) রাত ১২টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।