ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, মে ১৯, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু সরকারিভাবে ধান সংগ্রহ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।রোববার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রামরাইলে এর উদ্বেধন করা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবির নাথ-এর সভাপতিত্বে জেলা প্রশাসন, খাদ্য অধিদফতর ও কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দোলা খান।  

বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মো. আবু নাসের।

পরে ১১ জন কৃষকের কাছ  থেকে ১০৪০ টাকা দরে ১১ মেট্রিক টন ধান কেনা হয়। সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। কৃষকদের কাছ থেকে সরাসরি ৩ হাজার ১৬৫ মেট্রিক টন ধান কেনা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মে ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।