ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় পদবঞ্চিতরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, মে ১৯, ২০১৯
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় পদবঞ্চিতরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষা করছেন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতরা। তার সুনির্দিষ্ট আশ্বাস পেলেই অবস্থান কর্মসূচি থেকে সরবেন বলে জানিয়েছেন তারা। 

রোববার (১৯ মে) দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচি পালনরত নেতাকর্মীরা বাংলানিউজকে এসব কথা বলেন।  

গত কমিটির স্কুল বিষয়ক উপ-সম্পাদক সৈয়দ আরাফাত বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের কমিটি ত্যাগীদের নিয়ে পুনর্গঠন করতে হবে।

আমরা আমাদের ওপর হামলার বিচার চাই।

মধ্যরাতে ছাত্রলীগের পদবঞ্চিতরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করতে গেলে ফের মারধরের শিকার হন। এতে নারী নেত্রীসহ প্রায় ১০-১২জন আহত হন।  

মারধর করা হয় রোকেয়া হল শাখা সভাপতি বিএম লিপি আক্তারকে। এ বিষয়ে তিনি বাংলানিউজকে বলেন, আমিসহ যাদের লাঞ্ছিত করা হয়েছে এর বিচার নেত্রীর কাছে দেবো। সেখানে সব তুলে ধরবো।

ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু বাংলানিউজকে বলেন, সভাপতি সাধারণ সম্পাদক ঘটনার জন্য সরি বলেছেন। আন্দোলন বন্ধ করতে বলেন। কিন্তু আমরা এসব মানি না।

** টিএসসিতে ছাত্রলীগের পদবঞ্চিতদের ফের মারধর

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, মে ১৯, ২০১৯
এসকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।