ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে তুলার গোডাউনে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৯, মে ১৯, ২০১৯
ঝিনাইদহে তুলার গোডাউনে আগুন, ৩০ লাখ টাকার ক্ষতি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা, ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের বিসিক শিল্পনগরীতে জিনিং অ্যান্ড প্রডাক্ট নামে একটি তুলার গোডাউনে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৮ মে) রাত ৮ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এতে গোডাউনে থাকা প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

গোডাউনের মালিক আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, কাজ শেষে প্রতিদিন বিকেলে গোডাউনে তালা মেরে বাড়ি চলে যায় সবাই। শনিবারও সন্ধ্যায় গোডাউনে কেউ ছিল না। পরে রাত ৮টার দিকে জানতে পারি গোডাউনে আগুন লেগেছে। স্থানীয়রা আগুন দেখে ঝিনাইদহ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, মে ১৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।