ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পছন্দের ঈদের পোশাক কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৮, মে ১৯, ২০১৯
পছন্দের ঈদের পোশাক কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় পছন্দের লেহেঙ্গা কিনে না দেওয়ায় সোহানা আক্তার নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সোহানা ওই গ্রামের শাহীন হাওলাদারের মেয়ে।

সে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মা শিউলী বেগমের সঙ্গে ঈদের কেনাকাটা করতে গৌরনদী বন্দরের শপিংমলে যায় সোহানা। এসময় একটি লেহেঙ্গা পছন্দ করে সে। টাকার সংকটে তার মা ওই পোশাক কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। পছন্দের পোশাক না পেয়ে দুপুরে বাড়িতে ফিরে অভিমান করে সবার অজান্তে ঘরের আড়ার গলায় ফাঁস দেয় সোহানা।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।