ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জামালপুরে ধানমাড়াই কলে চুল পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, মে ১৯, ২০১৯
জামালপুরে ধানমাড়াই কলে চুল পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

জামালপুর: জামালপুর সদর উপজেলায় ধানমাড়াই করা কলে চুলে প্যাঁচ লেগে সুফিয়া নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আমিন নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুফিয়া একই এলাকার আব্দুল হাজির স্ত্রী।

শাহাবাজ ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী বাংলানিউজকে জানান, বিকেলে নিজ বাড়ির বারান্দায় বসে উঠানে কলে ধান মাড়াইয়ের কাজ দেখছিলেন সুফিয়া। ধানমাড়াই করছিলেন তার ভাতিজা বাচ্চু মিয়া। এসময় বাচ্চু তার চাচি সুফিয়াকে কাজে সহযোগিতা করতে বলেন। পরে তার কাজে সহযোগিতা করার সময় হঠাৎ অসাবধানতায় ধানমাড়াই কলের কাটার সঙ্গে চুলে প্যাঁচ লেগে মাথার খুলি ওঠে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বাংলানিউজকে বলেন, ওই গৃহবধূর মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় ও পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।