ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

প্যান্ডেল ভেঙে পড়ে আহতদের দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৮, মে ১৮, ২০১৯
প্যান্ডেল ভেঙে পড়ে আহতদের দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী আহতদের দেখতে হাসপাতালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। ছবি: বাংলানিউজ

ঢাকা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে নামাজের জন্য তৈরি অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। 

শনিবার (১৮ মে) ঢামেক হাসপাতালে ভর্তি আহতদের সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।  

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ঢামেকে চিকিৎসাধীন গুরুতর আহত বরিশালের আফজাল হোসেনকে আইসিইউতে সুচিকিৎসা নিশ্চিত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী।

এছাড়া তিনি আহত নগর পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামকে (৩৬) পঙ্গু হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেন। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী প্রায় দুই ঘণ্টা ঢামেক হাসপাতালে অবস্থান করেন। এছাড়া প্রতিমন্ত্রী অন্যান্য রোগীদেরও খোঁজ খবর নেন।  

পরে এএসআই শরিফুলকে দেখতে পঙ্গু হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় প্রতিমন্ত্রী পঙ্গু হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন।  

এদিকে বায়তুল মোকাররমের ক্ষতিগ্রস্ত অস্থায়ী মঞ্চ এলাকাও পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, হতাহতের ঘটনা তদন্তে ইসলামিক ফাউন্ডেশনের সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী মঙ্গলবার (২১ মে) প্রতিবেদন উপস্থাপন করবে।

শুক্রবার (১৭ মে) হঠাৎ ঝড়-বৃষ্টিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে নামাজরত অবস্থায় শফিকুল ইসলাম (৩৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

এ ঘটনায় আহত হন মোট ২২ জন। এদের মধ্যে রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আব্দুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আওয়াল (২৮), বিপ্লব (২৪) ও আমিন উল্লাহ (২৬)  ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।  

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, বায়তুল মোকাররমের ঘটনায় হাসপাতালে এখনও তিনজন চিকিৎসাধীন। এরমধ্যে আফজাল নামে এক ব্যক্তি আইসিইউতে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এমআইএইচ/এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।