ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ছাত্ররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মে ১৮, ২০১৯
স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ছাত্ররা

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার বিলনেপাল পাড়ায় বিপদগ্রস্ত এক বর্গা চাষির জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে দিয়েছেন শিক্ষার্থীরা। 

শনিবার (১৮ মে) সকাল ১১টার দিকে ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর, বিশ্ববিদ্যালয় এবং পবা উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ ধান কেটে দেওয়া হয়।

দুর্গম গ্রাম বিলনেপাল পাড়া।

স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে সেখানে বসবাস করে কামরুজ্জামানের পরিবার। বিঘা প্রতি ছয় হাজার টাকা বর্গা নিয়ে ধান ফলাতে হয় প্রতিবছরই। সর্বস্বান্ত হয়ে রক্ত পানি করে ধান চাষ করার পর টাকার অভাবে ধানকাটা ও ছট বাধার শ্রমিক নিয়োগ দিতে পারেননি। শ্রমের বিনিময়ে ধান বিনিময় করতে চান। কিন্তু ধানের দাম কম হওয়ায় তার এ প্রস্তাবেও কেউ রাজি হননি।

পরে খোঁজ পেয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর, বিশ্ববিদ্যালয় এবং পবা উপজেলার নেতা-কর্মীরা চলে যান স্বেচ্ছাশ্রম দিতে। তারা সবাই মিলে দরিদ্র কৃষক কামরুজ্জামানের ক্ষেতের ধান বিনা পারিশ্রমিকে কেটে দেন।

এসময় কামরুজ্জামান তার অসহায়ত্বের চিত্র তুলে ধরে বলেন, টাকার জোর থাকলে এতোদিন ধানগুলো পড়ে থাকতো না। এ ধান ফলানোই আমার একমাত্র জীবিকা। তবে ধানের যে দাম, তা বিক্রি করে বছরটা কিভাবে যাবে তিনি জানেন না।  

ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক ইয়াসিন আরাফাত বলেন, কৃষক মেরে উন্নয়ন চাই না। ছাত্র হিসেবে কৃষকের দুর্দিনে পাশে দাঁড়ানো যেমন আমাদের দায়িত্ব, তেমনি এ কর্মসূচি বর্তমান কৃষি ব্যবস্থায় যে অরাজকতা তার বিরুদ্ধে আমাদের এক প্রকার প্রতিবাদও বটে।

রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক জিন্নাত আরা জানান, তাদের পরিষ্কার দাবি, কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। না হলে তারা কঠোর আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ১৮, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।