শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে শহরের আলফাত স্কয়ার (ট্রফিক পয়েন্ট) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক শামস শামীমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- লেখক সুখেন্দু সেন, রমেন্দ্র কুমার দে মিন্টু, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কল্লোল তালুকদার চপল, আশরাফ আহমেদ লিটন, কৃষক শাহবুদ্দিন আহমেদ, সাংবাদিক পংকজ কান্তি দে, বিন্দু তালুকদার, মিল্লাত আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জে ধান চাষি ৩ লাখ ৫০ হাজার জন। এ বছর আমাদের জেলায় ধান উৎপাদন হয়েছে ১৩ লাখ ১২ হাজার ৫০০ মেট্রিক টন। কিন্তু সরকার ধান সংগ্রহ করবে ৬ হাজার ৫০৮ মেট্রিক টন। সরকার থেকে প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা করা হলেও বাস্তবে কৃষকরা পাচ্ছেন ১৮.৫৯ টাকা করে।
তাছাড়া সরকার প্রতিমণ ধান ১০৪০ টাকা নির্ধারণ করলেও প্রকৃতপক্ষে তা বিক্রি করতে হচ্ছে ৪৮৩ থেকে ৫০০ টাকায়।
আমরা বুঝি না কৃষকদের সঙ্গে কেনো এ বৈষম্য। সরকার আমাদের কৃষকদের এভাবে মারতে পারে না। আমাদের জেলায়
কৃষকদের সংখ্যার তুলনায় বরাদ্দ পরিমাণ কম। আমাদের দাবি কৃষক যেনো তার ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারে এবং লক্ষ্যমাত্রা বাড়ানো হয় সেদিকে সরকারের লক্ষ্য রাখতে হবে।
যদি কৃষক বাঁচতে না পারে তাহলে খাবার আসবে কোথা থেকে। কৃষকদের বাঁচিয়ে রাখতে হবে। তাদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কিনুন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৯
আরএ