ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য পূরণ করবে বিআরআই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, মে ১৮, ২০১৯
‘বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য পূরণ করবে বিআরআই’ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: চীনের উদ্যোগে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। 

শনিবার (১৮ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে  তিনি এ মন্তব্য করেন।  

প্রধান অতিথির বক্তব্যে ড. রিজভী বলেন, বিআরআইকে বলা হচ্ছে এশীয় বিশ্বায়নের কর্মসূচি।

সবচেয়ে বেশি দেশ, বিপুল বিনিয়োগ এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যাকে জড়িত করার এ পরিকল্পনা নিয়ে এটিই একুশ শতাব্দীর বৃহত্তম উন্নয়ন প্রকল্প।  

‘বর্তমান সময়ে এটি (বিআরআই) শুধুমাত্র ভালো একটি উদ্যোগী-ই নয়, এটা বাংলাদেশের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রীও এরইমধ্যে যোগাযোগের বিষয়ে যথেষ্ঠ গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এক্ষেত্রে বিআরআই বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করবে। ’

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, এবং নেপাল (বিবিআইএন)  ও বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মিয়ানমার (বিসিআইএম) উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। বিআরআইকে স্বাগত জানাই। ’

চীন সরকারের বিআরআই উদ্যোগের অংশ হিসেবে এবং বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরাম গঠনের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু।

তিনি বলেন, বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম এমন একটা সময় গঠন করা হচ্ছে, যখন বাংলাদেশের অর্জন অনেক বেশি। বাংলাদেশের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়।  

‘আমাদের প্রেসিডেন্ট শি ঝিনপিং মনে করছেন, আমরা দুই দেশ একে অপরের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে পারবো। ’

অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।  এ সময় সাবেক তথ্যমন্ত্রী ও সংসদ সদস্য (এমপি) হাসানুল হক ইনু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন), ন্যাপের ভারপ্রাপ্ত সম্পাদক ইসমাইল হোসেন,  সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য সাইফুল হক প্রমুখ।  


অনুষ্ঠানে দিলীপ বড়ুয়াকে সভাপতি ও শহীদুজ্জামানকে মহাসচিব করে ৪৯ সদস্যের বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের নির্বাহী কমিটি গঠনের ঘোষণা দেন হাসানুল হক ইনু।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ১৮, ২০১৯
আরকেআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।