ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাকুন্দিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৩, মে ১৮, ২০১৯
পাকুন্দিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে আরিফ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় মুক্তার নামে আরও একজন আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের থানাঘাট এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আরিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক এলাকার আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিলো আরিফ। থানাঘাট এলাকায় পৌঁছালে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় মুক্তার নামে একজন আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ১৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।