ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যান চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২১, মে ১৮, ২০১৯
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যান চলাচল শুরু টাঙ্গাইলের ম্যাপ

টাঙ্গাইল: টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল শুক্রবার (১৭ মে) রাত ৯টা থেকে শুরু হয়েছে। টাঙ্গাইল ও মধুপুরের ফায়ার সার্ভিস কর্মীরা মধুপুর উপজেলার রসুলপুর এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছ সড়ক থেকে অপসারণ করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে বাংলানিউজকে জানিয়েছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক।

এর আগে সন্ধ্যায় ঝড়ে উপড়ে পড়া গাছ সড়কের মাঝখানে পড়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যান-চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মে ১৮, ২০১৯ 
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।