ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৪, মে ১৮, ২০১৯
ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

ঈশ্বরদী: রেললাইনের উপর থেকে গাছগুলো কেটে সরানোর পর ঈশ্বরদী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত পৌনে ১০টায় পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আরিফুল ইসলাম টুটুল বাংলানিউজকে বিষয়টি জানান।
 
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ঝড়ে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের ভাঙ্গুড়ার শরৎনগর থেকে কৈডাঙ্গা ব্রিজ পর্যন্ত বিভিন্ন জায়গায় কয়েকটি বড় গাছ উপড়ে পড়ে।

এ কারণে সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মচারী ও স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় দ্রুত গাছগুলো কেটে রেললাইন থেকে সরানোর পর রাত সাড়ে ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

>>>আরও পড়ুন..উত্তর-দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ

পাকশী বিভাগীয় রেলওয়ের ট্রেন কন্ট্রোলার শফিক আহমেদ বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা, ঢাকাগামী ৭৬০ পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১০টার সময় ঢাকার উদ্দেশে ছেড়ে উল্লাপাড়া প্রবেশ করেছে। এছাড়াও রাত ৯টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭৫৩নং সিল্কসিটি এক্সপ্রেস, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ও ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগনঞ্জগামী চাঁপাই মেইল ঈশ্বরদী অভিমুখে ছেড়ে এসেছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, মে ১৭, ২০১৯ৎ
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।