শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন চাকমার বাড়ি রাঙামাটি জেলায়।
সূত্র জানায়, বিস্ফোরণে আহত সেনাসদস্য রিপন চাকমাকে হেলিকপ্টারে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পর বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সকালে জাহিদুল ইসলাম (২৯) নামে এক সৈন্যের মৃত্যু হয়। এসময় আহত হন ১০ জন।
সেনাবাহিনীর ১৬ প্যারা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে নিহত সৈনিক জহিরুল ইসলামের মরদেহ বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদেন কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এসএইচ