ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ত্রিপুরায় বিপুল পরিমাণ মাদক জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৩, মে ১৮, ২০১৯
ত্রিপুরায় বিপুল পরিমাণ মাদক জব্দ পুলিশের হাতে মাদকসহ আটক যুবক, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) দুপুরে অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য জব্দ করা হয়। ত্রিপুরার সদর মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) সুমন মজুমদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার পশ্চিম জেলার অন্তর্গত জিরানীয়া মহকুমার বীরেন্দ্রনগর এলাকার মাদক বিক্রেতা ওসমান হুসেনের বাড়িতে অভিযান চালায় জিরানীয়া থানা পুলিশ।  এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ওসমান। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইন ও প্রচুর পরিমাণ নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় জিরানীয়া থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসডিপিও সুমন মজুমদার।

অপর দিকে, ধলাই জেলার জেলা সদর আমবাসায় ৮নম্বর সড়কে রুটিন তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৯৬০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ (এসকাপ) জব্দ করেছে পুলিশ। এসময় সৌম্য দাস নামে এক যুবককে আটক করে পুলিশ।  

আমবাসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাদ্রী সরকার জানান, ওই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি ঊকোটি জেলার কুমারঘাট থেকে আগরতলার উদ্দেশে যাচ্ছিলো।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।