ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আত্মসমর্পণকারীরা আবারও মাদকের সঙ্গে জড়ালে কঠোর ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৭, মে ১৮, ২০১৯
আত্মসমর্পণকারীরা আবারও মাদকের সঙ্গে জড়ালে কঠোর ব্যবস্থা

চাঁদপুর: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের কাছে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা আবারও মাদকের সঙ্গে জাড়ালে তাদের জন্যে কঠোর পরিণতি অপেক্ষা করছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় চাঁদপুর জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ভুল বুঝে নিজেদের সংশোধন করে তারাও যদি দেশ গড়ার শরিক হয়, তাতে সবারই মঙ্গল।

তবে আত্মসমর্পণের পরও যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে তা বিচারের মুখোমুখি হতে হবে।

এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।