শুক্রবার (১৭ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আরিফ রহমান বাংলানিউজকে জানান, স্থানীয় একটি স্কুলে পড়ালেখা করতো রেদওয়ান। সন্ধ্যার পর বৃষ্টির সময় বাসার পাশে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে নিকটস্থল ফরাজী হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভূঁইয়াপাড়া ২১২/৪ নাম্বার বাসায় পরিবারের সঙ্গে থাকে সে। তার বাবার নাম মৃত মজনু মিয়া ভূঁইয়া।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এজেডএস/এএটি