রাজু দক্ষিণ কেরোয়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হোসেন আহম্মদের ছেলে।
শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের মীরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) সবুজ মিয়া বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামনী ইউনিয়নের মীরগঞ্জ বাজার অভিযোন চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এসআর/ওএইচ/