শুক্রবার (১৭ মে) মাগরিবের নামাজের পরপর এ ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়।

এ ঘটনায় আহতরা হলেন, সিটি এসবির সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম (৩৬), রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আব্দুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আওয়াল (২৮), বিপ্লব (২৪) ও আমিন উল্লাহ (২৬)।
আহতদের মধ্যে অনেকেই জানান, নামাজ আদায় করার পর ঝড়ে কারণে প্যান্ডেল ভেঙে তাদের উপর পড়ে। এতে তারা আহত হন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। তবে এদের মধ্যে কেউ গুরুতর নেই বলে চিকিৎসক জানিয়েছে।
এদিকে খবর পেয়ে সদর দফতর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এজেডএস/পিএম/এমএইচ/এএটি/এসএইচ