ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বায়তুল মোকাররমে প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ১৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৮, মে ১৮, ২০১৯
বায়তুল মোকাররমে প্যান্ডেল ভেঙে নিহত ১, আহত ১৩ ঝড়ে ভেঙে পড়া প্যান্ডেল। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: হঠাৎ দমকা বাতাস এবং ঝড়ো বৃষ্টির কবলে পড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের পশ্চিমপাশে মুসল্লিদের নামাজের অস্থায়ী প্যান্ডেল ভেঙে সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৩ জন।

শুক্রবার (১৭ মে) মাগরিবের নামাজের পরপর এ ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলামের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়।

তিনি ঢাকায় একটি টায়ারের দোকানে কাজ করতেন। ঝড়ে ভেঙে যাওয়া প্যান্ডেলসফিকুলের শ্যালক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, মাগরিবের ফরজ নামাজ শেষ করে মাত্র সুন্নাত পড়ার জন্য দাঁড়িয়েছে। এসময় হঠাৎ ঝড়ো-তুফান শুরু হয়। মুহূর্তের মধ্যে প্যান্ডেলটি ভেঙে পড়ে। এরপর শফিকুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতরা হলেন, সিটি এসবির সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম (৩৬), রফিউজ্জামান (২৪), মনিরুল ইসলাম (৩০), আব্দুল কুদ্দুস (৩৪), জানে আলম (২২), সাদিকুর রহমান (২৭), তারেক রহমান (৩৫), মাসুদ (২৬), জহিরুল ইসলাম (২৮), সজীব (২৫), আওয়াল (২৮), বিপ্লব (২৪) ও আমিন উল্লাহ (২৬)।

আহতদের মধ্যে অনেকেই জানান, নামাজ আদায় করার পর ঝড়ে কারণে প্যান্ডেল ভেঙে তাদের উপর পড়ে। এতে তারা আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।  ছবি: শাকিল আহমেদঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। তবে এদের মধ্যে কেউ গুরুতর নেই বলে চিকিৎসক জানিয়েছে।

এদিকে খবর পেয়ে সদর দফতর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এজেডএস/পিএম/এমএইচ/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।