ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝড়ে গাছ ভেঙে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, মে ১৮, ২০১৯
ঝড়ে গাছ ভেঙে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ

টাঙ্গাইল: ঝড়ে গাছ উপড়ে গিয়ে রাস্তার উপর পড়ে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যা থেকে টাঙ্গাইলের সঙ্গে ময়মনসিংহের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, সড়ক থেকে গাছটি সরানোর চেষ্টা চালছে।

 

এদিকে, মধুপুর পৌর শহরের কাজীবাড়ি এলাকায় বজ্রপাতে মাসহ দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- মা দিলরুবা, ছেলে সাকিব (১০) ও রাকিব (১২)। তাদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।