শুক্রবার (১৭ মে) সোনারগাঁওয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের পাশের বিভিন্নস্থানে গভীর ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায় পুলিশকে। সোনারগাঁও থানা পুলিশসহ এতে অংশ নেয় স্থানীয়রা।
সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ঈদ কেন্দ্র করে মহাসড়কে ডাকাত দল সক্রিয় হতে পারে। রাতের অন্ধকারে তারা বিভিন্ন যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে থাকে। আর মহাসড়কের পাশে ঝোপঝাড়ে লুকিয়ে থেকে ডাকাতির প্রস্তুতি নেয় তারা। এমনকি ডাকাতির পরে আবার ঝোপঝাড়ে গিয়েই লুকিয়ে পড়ে। তাই মহাসড়কের পাশের এসব ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে।
তিনি বলেন, ডাকাতি রুখতে ঝোপঝাড় পরিষ্কার ছাড়াও মহাসড়কে সার্বক্ষণিক টহলে থাকবে পুলিশ। মহাসড়কে ডাকাতি, চুরি, ছিনতাইসহ দুর্ঘটনা রোধে কাজ করছে পুলিশ। আসন্ন ঈদ কেন্দ্র করে মহাসড়কে যেনো যানজট ভয়াবহ আকার ধারণ না করে, সেদিকেও সার্বক্ষণিক নজর রাখছে পুলিশ। যানজট নিয়ন্ত্রণেও পুলিশ মাঠে থাকবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
টিএ