ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দীঘিনালায় জাল টাকাসহ ২জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৭, মে ১৭, ২০১৯
দীঘিনালায় জাল টাকাসহ ২জন আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় এক লাখ জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার বাসটার্মিনাল সংলগ্ন গরুবাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের শাহাদত হোসেন (৩৯) ও দীঘিনালা উপজেলার সাইদুর ইসলাম (২৭)।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালিয়ে এক লাখ জাল টাকা উদ্ধার করা হয়েছে। পরে জাল টাকাসহ আটক দু’জনকেই পুলিশে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ১৭ মে, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।