ঢাকা, শনিবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, মে ১৭, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক কৃষক।

শুক্রবার (১৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা   ইউনিয়নের শ্রীরামপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কৃষকেরা হলেন- শ্রীরামপুর গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে মোশাররফ হোসেন (৩৫) ও মৃত হযরত আলীর ছেলে রেজাউল করিম (৫৫)।

আহত হযরত আলী (৫৮) ওই গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে শ্রীরামপুর গ্রামের পার্শ্ববর্তী কুমারী বিলে তারা ধান কাটছিলেন। হঠাৎ করেই আকাশে মেঘ এবং ঝড় উঠে। এ সময় বজ্রপাতে মোশাররফ ও রেজাউল করিম ঘটনাস্থলেই মারা যান আহত হন হযরত আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা হযরত আলীকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।