ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে শীর্ষ মাদকবিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, মে ১৭, ২০১৯
হবিগঞ্জে শীর্ষ মাদকবিক্রেতা গ্রেফতার মাদকসহ গ্রেফতারকৃত রতন। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জে রতন মিয়া (৩০) নামে এক শীর্ষ মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা ৯শ’পিস ইয়াবা ট্যাবলেট, ২৫৮ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) ভোরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বড়ধলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত রতন মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।

উপ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান বাংলানিউজকে জানান, রতন হবিগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ মাদকবিক্রেতা।  তার  বিরুদ্ধে অসংখ্য মাদক মামলা রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মাদক ও মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রতনকে গ্রেফতারের খবর পেয়ে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। কলেজছাত্র থেকে শুরু করে নানা শ্রেণীপেশার লোকের কাছে তিনি মাদক বিক্রি করতেন।  

বাংলাদেশ সময় : ১৬১৩ ঘণ্টা, মে ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।